upload
Everyday Health, Inc.
Отрасли: Health care
Number of terms: 8622
Number of blossaries: 1
Company Profile:
রক্তচাপ মাপার সময়, নিচের নম্বরটি হৃত্পিণ্ডের শিথিল অবস্থায় হৃতপ্রসারণ-ঘটিত রক্তচাপ নির্দেশ করে৷
Industry:Parenting
মাতৃগর্ভে থাকাকালীন প্রথম 20 সপ্তাহের মধ্যে যদি ভ্রূণ মারা যায় কিন্তু জরায়ু থেকে বাইরে না আসে৷ শেষে গর্ভমোচন হয়, কিন্তু কিছু মহিলা এটা ঘটার জন্য অপেক্ষা করার পরিবর্তে D&C পদ্ধতিকে বেছে নেন৷
Industry:Parenting
যখন জরায়ু-মুখ সন্তান প্রসব-এর জন্য প্রস্তুত নয়৷ সাধারণত গর্ভাবস্থার শেষ পর্যায়ে জরায়ু-মুখ শ্রোণীর সম্মুখদিকে সরে যায় এবং কোমল হতে শুরু করে৷ যদি জরায়ু-মুখ নিজে থেকে কোমল না হয়, প্রসব-এর উপযুক্ত অবস্থায় আনার জন্য অথবা কৃত্রিম উপায়ে প্রসব বেদনার উদ্রেক করার জন্য প্রস্ট্যাগ্ল্যান্ডিনস পদ্ধতির প্রয়োজন হতে পারে৷
Industry:Parenting
যখন গর্ভস্থ ভ্রূণ যথেষ্ঠ অক্সিজেন পায় না৷ ভ্রূণ-এর সংকটাবস্থার চিহ্ন হল, মন্থর হৃদস্পন্দন অথবা ভ্রূণ-এর নড়াচড়া না করা৷ যখন গর্ভস্থ ভ্রূণ-ের সংকটাবস্থা হয়, তত্ক্ষণাত্ সন্তান প্রসব করান ন্যায্য৷
Industry:Parenting
যখন শিশু তার মাতৃদুগ্ধ পান করে৷
Industry:Parenting
মাসিক রক্ত স্রাব-এর ন্যায় যোনি থেকে নির্গত রক্তস্রাব, এবং এটি প্রসব-এর পর থেকে মোটামুটি 6 সপ্তাহ চলে তার পর ধীরে ধীরে করে যায়৷
Industry:Parenting
প্রসব-এর সময যখন শিশুর মাথা বেরিয়ে আসার সত্বেও কাঁধ যোনিপথে আটকিয়ে যায়৷
Industry:Parenting
প্রসব-এর সময়, চিমটে-র আকারের হাতিয়ারকে যোনিপথে প্রবেশ করিয়ে শিশুর মাথাকে হাল্কাভাবে ধরে সহজে বার করা হয়৷
Industry:Parenting
প্রসব-এর সময়ে গর্ভস্থ ভ্রূণ-এর হৃদস্পন্দন এবং জরায়ুসংক্রান্ত সংকোচন-এর ব্যাপারে তদারকি করা৷
Industry:Parenting
একই সময়ে যমজ শিশু জন্মগ্রহন করে কিন্তু দুটি পৃথক ডিম্বানু থেকে গর্ভনিষেক-এর ফলে৷
Industry:Parenting